রাজনীতি-অর্থনীতির বিশ্লেষক, কবি ও প্রাবন্ধিক। দীর্ঘ ৩০ বছর সাংবাদিকতা করছেন। আজকাল, বর্তমান, একদিন ও সংবাদ পত্রিকায় সম্পাদকীয় কলমের লেখক। ১৯৮৭ তে চতুরঙ্গ পত্রিকায় তার প্রথম প্রকাশিত হয় প্রবন্ধ। সেখান থেকে তিনি আসেন সাংবাদিকতার বৃত্তে। কখনও নানা কাগজে চাকরি করেছেন, কখনও ফ্রিল্যান্সার হিসেবে যুক্ত থেকেছেন আনন্দবাজার পত্রিকা, যুগান্তর, প্রতিক্ষণ, পরিবর্তন পত্রিকায়।

​​সাব-এডিটর হিসেবে সাংবাদিকতার কর্মজীবন শুরু কলকাতা কাগজে। পরে ভারতকথা হয়ে ওভারল্যান্ডের অর্থনীতি পাতার সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর ওভারল্যান্ডেরই তত্ত্বাবধানে পরিচালিত Independent News Agency (INA) -র News Editor হিসেবে কাজ করেন। বার্তা সম্পাদক হিসেবে দৈনিক রাজপথ কাগজে যুক্ত থাকাকালীন তিনি গড়ে তোলেন ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান- নানা প্রতিষ্ঠান ও ৩ স্কুল মিলিয়ে যে সংগঠন আজ সুপরিচিত Brilliant Group Of Institutions নামে। (বিস্তারিত জানতে দেখুন: brilliantgroup.org.in)

​বর্তমান, আজকাল, স্টেটসম্যান,একদিন ইত্যাদি বিভিন্ন সংবাদপত্রে সম্পাদকীয় কলমে লেখা ছাড়াও একইসঙ্গে তিনি প্রবন্ধ লিখে চলেছেন অনীক, সাপ্তাহিক বর্তমান, আরেকরকম, দেশকাল ভাবনা, দুর্বার ভাবনা ও নানা পত্রিকায়।

​এছাড়াও সম্পাদনা করছেন তার নিজের দুটি পত্রিকায় – বার্তা সাম্প্রতিক(bartasamprotik.blogspot.com), বোধ এবং একটি online magazine: Bodh Magazine- bodhmag.com

​​​শুরু করেছেন প্রকাশনা সংস্থা “বোধিসত্ত্ব”। সমাজমনস্ক নানা বিষয়ে দেশ ও বিদেশের লেখকদের মননশীল ও সৃজনশীল রচনা সম্ভার প্রকাশিত হয়ে চলেছে তাঁর সম্পাদনায়। এ পর্যন্ত ‘বোধিসত্ত্ব’ প্রকাশিত বইয়ের সংখ্যা ৭০।

​​সাংবাদিকতা ও সম্পাদনার ফাঁকে ফাঁকে তিনি লিখে চলেন কবিতা।

​​এছাড়াও সঞ্জয় মুখোপাধ্যায়ের অর্থনীতি, রাজনীতি ও সমাজ ভাবনার নানা বিষয়ে প্রকাশিত গ্রন্থ এখন পর্যন্ত ১৫ টি। সম্পাদিত গ্রন্থ ১০ টি।​

​রাজনীতি, অর্থনীতি, বিশ্বায়ন থেকে শুরু করে স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শন সহ কবিতা – নানা ক্ষেত্রে তাঁর সৃজন বহতা নদীর মতই প্রবাহমান।

​সময়ের সঙ্গে সঙ্গে সমাজ ও মানুষের সম্পর্ক, বিবর্তন ও উন্নয়নের ভাবনায় তিনি গবেষণারত। বিশ্বায়ন- সংকট- উত্তরণ: যে ভাবে চলেছে দুনিয়া (প্রকাশক- মনফকিরা) , এই প্রসঙ্গে তাঁর বহু প্রশংসিত একটি গ্রন্থ।